বারবিশা: গাছের মধ্যে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়াকা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কুমারগ্রামের বারুইপাড়া এলাকায়। রবিবার এই ঘটনার জেরে অসম বাংলা সীমান্তের বারুইপাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ধনেশ্বর মোদোক (৩৪ )। বারবিশা পুলিশ আউটপোস্টের ওসি লাকপা লামা জানান, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।