মাথাভাঙ্গা, ২০ জানুয়ারিঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মেলারডাঙা এলাকার মানসাই নদীর পাড়ে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়ছে, এদিন সকালে স্থানীয়রা নদীর পাড়ে গেলে একটি গাছে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়। মাথাভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
দুয়ারে র্যাশনে চালের পরিবর্তে টাকা! কাঠগড়ায় ডিলার
রাজগঞ্জ: দুয়ারে র্যাশনে চালের পরিবর্তে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে রাজগঞ্জের এক র্যাশন ডিলারের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিগছের ওই...
Read more