ময়নাগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম সোনা রায়। মঙ্গলবার ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ির কার্জির বাড়িতে। তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে মৃতের দাদা দীপককুমার রায় বলেন, ‘বাড়িতে ভাইয়ের তিন ছেলে-মেয়ে ও স্ত্রী জয়ন্তী রায় রয়েছেন। এদিন সকালে আমরা ঘুম থেকে উঠে বাড়ির পাশে বাঁশবাগানে ভাইয়ের ঝুলন্ত দেহ দেখতে পাই। পুলিশকে খবর দেওয়া হয়।’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আজকের রাশিফল ০৪ ফেব্রুয়ারী , ২০২৩
ডিজিটাল ডেস্ক : মেষ : সামান্যে সন্তুষ্ট থাকুন। বাড়িতে আত্মীয় আগমনে আনন্দ। মাথার যন্ত্রনায় দুর্ভোগ। বৃষ : হারানো সব মূল্যবান...
Read more