ফাঁসিদেওয়া, ১০ ফেব্রুয়ারিঃ সোমবার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহম্মদ শাহিদ আলি (৫৫) চটহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব বান্দরঝুলির বাসিন্দা ছিলেন। এদিন স্থানীয়রা একটি চা বাগানের বড় গাছে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, কী কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি। পুলিশ ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more