নিউজ ডেস্ক: আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে সরব হলেন হার্দিক পান্ডিয়া। রবিবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচ ছিল। সেই ম্যাচ খেলতে নেমে হাঁটু গেড়ে বসে ডান হাত উপরে তুলে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে সমর্থন জানান পান্ডিয়া।
কোভিড পরিস্থিতি কাটিয়ে চলতি বছরের ৮ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছিল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের প্রথম দিন হাঁটু গেড়ে বসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন দুই দেশের ক্রিকেটাররা। এবার সেই আন্দোলনকে সমর্থন জানালেন হার্দিক পান্ডিয়া। রবিবার রাজস্থানের বিরুদ্ধে ২১ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন মুম্বইয়ের হার্দিক। যদিও ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যান স্টিভ স্মিথরা।
হার্দিক হাফ সেঞ্চুরির পরই ব্যাট হাতে পিচের ওপর হাঁটু মুড়ে বসে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দলনকে সমর্থন করেন। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। ক্যাপশন হিসেবে লেখেন হ্যাশট্যাগ ব্ল্যাক লাইভস ম্যাটার।
IPL 13: Hardik Pandya takes a knee in support of 'Black Lives Matter' movement
Read @ANI Story | https://t.co/XpruEVqrMz pic.twitter.com/Y5irW0gCf1
— ANI Digital (@ani_digital) October 26, 2020
উল্লেখ্য, ২০২০-র মে মাসে জর্জ ফ্লয়েড নামে এক অ্যাফ্রো-আমেরিকান কৃষ্ণাঙ্গকে হাঁটু দিয়ে গলা চেপে হত্যার অভিযোগ উঠেছিল মিনিয়াপোলিসের শ্বেতাঙ্গ পুলিশ আধিকারিক ডেরেক শভিনের বিরুদ্ধে। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার পরই আমেরিকা সহ বিভিন্ন দেশে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন শুরু হয়। বিক্ষোভে উত্তাল হয় আমেরিকা। হোয়াইট হাউজের সামনেও চলে বিক্ষোভ। বিক্ষোভের আঁচে খোদ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আশ্রয় নিতে হয় হোয়াইট হাউজের বাঙ্কারে। কালো চামড়ার মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।