উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংগ্রেস ছেড়ে বিজেপির (BJP) দিকে ঝুঁকছেন তরুণ নেতা হার্দিক প্যাটেল (Hardik Patel)! সেই গুঞ্জন শুরু হয়েছিল দিন কয়েক আগে থেকেই। এবার ইতি পড়তে চলেছে সেই গুঞ্জনে। বিজেপিতেই যোগ দিচ্ছেন হার্দিক।বৃহস্পতিবার সকালে টুইট করে বিজেপিতে যোগদানের সম্ভাবনাকে আরও স্পষ্ট করলেন খোদ হার্দিকই। তরুণ নেতা টুইট করে জানিয়ে দেন জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হাত ধরতে চান নরেন্দ্র মোদির (Narendra Modi)। এদিনই হার্দিক যোগ দিতে চলেছেন বিজেপিতে!
জল্পনা সত্যি করে অবশেষে বিজেপিতে যোগ দিতে চলেছেন গুজরাটের নেতা হার্দিক প্যাটেল। কংগ্রেসে তিনি উপেক্ষিত। এই অভিযোগকে সামনে রেখে সম্প্রতি কংগ্রেস ছেড়েছিলেন হার্দিক। গুজরাট নির্বাচনের কয়েক মাস আগে হার্দিক প্যাটেলের মুখে বিজেপির প্রশংসা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। তারপর থেকেই শুরু হয় রাজ্য রাজনীতিতে জল্পনা। বৃহস্পতিবার সকালেই হার্দিকের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা উসকে দিল টুইটারে। হার্দিক টুইটারে লিখেছেন, ‘জাতীয় স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, জনস্বার্থ ও সামাজিক স্বার্থের অনুভূতি নিয়ে আজ থেকে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। ভারতের সফল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদির নেতৃত্বে জাতির সেবার মহৎ কাজে আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে কাজ করব।’ তাঁর এই টুইটের পরই স্পষ্ট হয়ে যায় আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
সম্প্রতি হার্দিক প্যাটেল সংবাদ মাধ্যমের সামনে বিজেপির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘সাম্প্রতিকালে দেশের স্বার্থে বিজেপি রাজনৈতিকভাবে যেসব পদক্ষেপ নিয়েছে তা আমাদের মেনে নিতে হবে। আমি বিশ্বাস করি তাদের পক্ষ না নিয়ে বা তাদের প্রশংসা না করেও, আমরা অন্তত সত্যটি স্বীকার করতে পারি। যদিও কংগ্রেস গুজরাটে শক্তিশালী, তারপরেও আমাদের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করতে হবে।‘ গুজরাটে কংগ্রেসকে যথেষ্ট শক্তিশালী বলার পরও অবশ্য সেই শক্তি কমিয়ে বিজেপিতেই চললেন হার্দিক প্যাটেল।