হরিশ্চন্দ্রপুর: এবারে দুর্গাপুজোয় উত্তরাখণ্ডের কেদারনাথের মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করে তাক লাগল হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) রেলওয়ে দুর্গা পূজা কমিটি। অষ্টমীর সন্ধ্যা থেকে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকার দর্শনার্থীদের ঢল নামে কেদারনাথ মন্দির দর্শনের জন্য। ১৯৭৪ সালের রেলের অফিসার এবং স্থানীয় বাসিন্দারা মিলে এই দুর্গাপূজার সূচনা করেন। এ বছর এদের ৪৮ তম বর্ষ। এলাকাবাসীকে তাক লাগাতে এ বছর এই দুর্গাপূজা কমিটি মণ্ডপ নির্মাণ করছে কেদারনাথ মন্দিরের আদলে। প্লাইউড এবং ফাইবারের মিশেলে ষোড়শ জ্যোতির্লিংয়ের অন্যতম কেদারনাথ ধামকে ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরে প্রতিমাতেও আনা হয়েছে অভিনবত্ব।
থিম শিল্পী উত্তম আচার্য, প্রতিমা শিল্পী চাঁচলের লালু পাল। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপের উচ্চতা প্রায় ৪০ ফুট। পুজো কমিটির কর্ণধার অমরেশ যাদব জানালেন, এ বছর বাজেট পাঁচ লক্ষ টাকা ছাড়িয়েছে। প্রতিবারই পুজোতে কিছু না কিছু অভিনবত্ব থাকে । এবছর কেদারনাথকেই থিম হিসেবে রাখা হয়েছে। বিধ্বংসী হরপাবানে কেদারনাথ ধ্বংস হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর আগে। তারপর আবার আস্তে আস্তে মন্দির স্বাভাবিক পর্যায়ে ফিরেছে। সেইসব বিষয়কেই এবা থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: হরিশ্চন্দ্রপুরে ৬০ ফুটের দুর্গা প্রতিমার উদ্বোধনে মন্ত্রী