হরিশ্চন্দ্রপুর: বাড়ি থেকে তৃণমূলকর্মীকে অপহরণ! অভিযোগের তির দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কাতলামারি এলাকায়। ঘটনাকে ঘিরে পঞ্চায়েত ভোটের আগে হরিশ্চন্দ্রপুরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অপহৃত ব্যক্তির নাম আব্দুল বারিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপহৃত বারিকের খোঁজে তল্লাশি চলছে।
প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুরের কাতলামারি এলাকায় বশির ও উনসাহাক গোষ্ঠীর এলাকা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিবাদ রয়েছে। বশির ও তার দলবল উনসাহাকের ভাইপো আব্দুল বারিককে অপহরণ করেছে বলে অভিযোগ। কয়েকমাস আগেই দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই বাধে। গুলিবিদ্ধ হন দু’জন। এবার উনসাহাকের ভাইপো বারিককে অপহরণের অভিযোগ উঠল।
উনসাহাক গোষ্ঠীর অভিযোগ, শনিবার রাতে মুখে কাপড় বেঁধে বশির ও তার দলবল আব্দুর বারিকের বাড়িতে চড়াও হয়। বারিককে তুলে নিয়ে যাওয়ার সময় বাধা দেন স্ত্রী সায়েমা বিবি। এরপর বারিকের স্ত্রীকেও মারধর করা হয়। যদিও এ নিয়ে বশির গোষ্ঠীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। হরিশ্চন্দ্রপুর ২ ব্লক তৃণমূল সভাপতি হজরত আলি বলেন, ‘এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কেউ অন্যায় করলে প্রশাসন রয়েছে। আইন আইনের পথেই চলবে।’ হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। রবিবার সকাল থেকে কাতলামারি গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন : ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন