ডিজিটাল ডেস্ক : ফলের রাজা যে আম সেকথা সবার জানা। কিন্তু সেই আমের দাম যে লক্ষাধিক হতে পারে সে ধারণা অবশ্য বিশেষ কারোর নেই। এবার বিশ্বের সবথেকে দামি আমের কথা জানালেন হর্ষ গোয়েঙ্কা। তিনি টুইট করে জানিয়েছেন, বিশ্বের সবথেকে দামি ফলগুলির মধ্যে হলো মিয়াজাকি আম। মূলত এই আমের চাষ হয় জাপানে। কিন্তু ভারতে খুবই কম এই আম দেখতে পাওয়া যায়। এবং যদি কেউ এই আমের চাষ করে তাহলে তাঁকে সম্পূর্ণ নজরদারি করতে হয়। যে রকম হর্ষ গোয়েঙ্কা(Harsh Goenka) জানিয়েছেন, মধ্যপ্রদেশে জব্বলপুরে এই মিয়াজাকি আমের গাছ আছে এবং জানা গিয়েছে, সেখানে ছটি কুকুরকে পাহারায় রাখা হয়েছে। নিশ্চয়ই ভাবছেন কি এমন আম যার জন্য এত শোরগোল? প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো মিয়াজাকি হল পৃথিবীর সব থেকে দামি আম যার দাম ২ লাখ ৭০ হাজার প্রতি কিলোগ্রাম। সাধারণ যে আম আমরা দেখি তার থেকে কিছুটা আলাদা মিয়াজাকি আম। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই আমের দাম কেন এত বেশি? জানা যাচ্ছে, মিয়াজাকি আমের এক একটি ওজন ৩৫০ গ্রাম। এবং এর প্রত্যেকটি আম অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর। পাশাপাশি এই আমে রয়েছে বিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিড। আপাতত জাপানেই সীমাবদ্ধ রয়েছে এই আমের চাষ।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট
ডিজিটাল ডেস্ক: ১৩৪৮ সালের বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কলকাতার পৈত্রিক বাসভবনেই তিনি ইহলোক ত্যাগ করেন। রাজ্যজুড়ে আজ...
Read more