চণ্ডীগড়: কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়ে চণ্ডীগড়ে প্রবেশের চেষ্টায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কৌরকে গ্রেপ্তার করা হল। এই কৃষি বিলের বিরোধিতায় গত মাসের শেষের দিকে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন হরসিমরত কৌর বাদল। তবে হরসিমরত কৌর বাদল একা নন, তাঁর স্বামী সুখবীর সিং বাদলও। নতুন কৃষি বিলের বিরোধিতায় শিরোমণি অকালি দল এদিন সকালে তিনটি পৃথক বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
ਕਿਸਾਨਾਂ ਦੇ ਹੱਕਾਂ ਦੀ ਰਾਖੀ ਲਈ ਆਵਾਜ਼ ਚੁੱਕਣ ਬਦਲੇ ਸਾਨੂੰ ਗ੍ਰਿਫ਼ਤਾਰ ਕੀਤਾ ਜਾ ਰਿਹਾ ਹੈ, ਪਰ ਅਸੀਂ ਸੱਚਾਈ ਦੀ ਪੈਰਵੀ ਕਰ ਰਹੇ ਹਾਂ ਅਤੇ ਇਸ ਜ਼ੋਰ ਜ਼ਬਰ ਨਾਲ ਸਾਡੀ ਸੱਚਾਈ ਦੀ ਆਵਾਜ਼ ਦਬਾਈ ਨਹੀਂ ਜਾ ਸਕੇਗੀ।
Arrested for raising farmers' voice, but they won't be able to silence us.#IkkoNaaraKisanPyaara pic.twitter.com/zzFtt6TqqT
— Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) October 1, 2020
জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুখবীর সিং বাদল অমৃতসর থেকে চণ্ডীগড় পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন। আর হরসিমরত কৌর বাদল ভাটিন্ডা থেকে মিছিল নিয়ে চণ্ডীগড়ে প্রবেশের চেষ্টা করেন। তৃতীয় বিক্ষোভ মিছিল আনন্দপুর সাহিব থেকে দলের নেতৃত্ব দিচ্ছিলেন প্রেম সিং চান্দুমাজরা ও দলজিৎ সিং চিমা। বৃহস্পতিবার রাতে চণ্ডীগড়ে গ্রেপ্তারের পরে হরসিমরত কৌর বাদল বলেন, ‘কৃষকদের জন্যে কথা বলতে গিয়ে গ্রেপ্তার হলাম। কিন্তু গ্রেপ্তার করে আমাদের চুপ করিয়ে রাখা যাবে না।’ এর আগে মোদি মন্ত্রিসভা থেকে বেরিয়ে টুইটারে হরসিমরত কৌর বাদল লিখেছিলেন, ‘সরকারের কৃষক বিরোধী অর্ডিন্যান্স এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক এবং তাঁদের ভাইবোনদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।’