বেলাকোবা: জলপাইগুড়ি(Jalpaiguri) সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের রানিনগর শিল্পনগরীতে মুরগির হ্যাচারি তৈরির বরাত পেয়েছে একটি সংস্থা। সেখানে জমিদাতাদের কাজের দাবিতে বুধবার থেকে অবস্থান বিক্ষোভে বসেছে তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠী। বিক্ষোভ কর্মসূচিতে নাম না করে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় অনুগামী বলে পরিচিত বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান কমলিনী সরকারের স্বামী অতুল সরকার। তিনি জানান, ওই নেতা প্রতিবছর ২৫ থেকে ৩০ লক্ষ টাকা এই শিল্পনগরী থেকে তোলা নিয়ে যাচ্ছে। তিনি সিপিএমের আমলে তোলা নিতেন, এখন তৃণমূলে এসে তোলা নিচ্ছেন। সব কারখানাগুলিতে বহিরাগত শ্রমিক এনে কাজ করানো হচ্ছে। রানিনগর শিল্পনগরী সৃষ্টির প্রথম থেকে নেতারা যেভাবে স্বার্থসিদ্ধি করতে নিজেদের লোকদের কাজ পাইয়ে দিয়ে জমিদাতা এবং স্থানীয় বেকার যুবক-যুবতীদের কাজ থেকে বঞ্চিত করছে, তার প্রতিবাদেই এই বিক্ষোভ। এর মাধ্যমে তাঁদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পৌঁছে দিতে চান তাঁরা। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ জানান, তাঁর কাছে অভিযোগ এসেছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।