মাথাভাঙ্গা: সাতসকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় গুরুতর জখম ১০ জন বাস যাত্রী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা কোচবিহার (Coochbehar) ১৬ নম্বর রাজ্য সড়কের মানসাই নদীর পঞ্চানন সেতু সংলগ্ন কালিবাড়ি এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন পঞ্চানন সেতু সংলগ্ন কালীবাড়ি এলাকায় মাথাভাঙ্গা থেকে কোচবিহারগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এদিন সকালে ঘন কুয়াশার কারণে ওই এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে। সংঘর্ষের শব্দে এবং যাত্রীদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে যান এলাকাবাসীরা। তাঁরাই দুর্ঘটনায় জখম যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িকেই ঘটনাস্থল থেকে পুলিশ মাথাভাঙ্গা থানায় যায়। এরপর ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তে নাকা তল্লাশি পুলিশের