ডিজিটাল ডেস্ক : পশ্চিমবঙ্গের পাশাপাশি এবার অন্য রাজ্যেও সরকারী শিক্ষিকার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের পারুই গাড়োয়াল জেলায় একেশ্বর ব্লকের বানথোলি গ্রামের প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা নিয়মিত স্কুলে আসেন না। অথচ মাস গেলে হাতে পান ৭০ হাজার টাকা। খাতায়-কলমে দেখা যাচ্ছে, নিজের হাজিরা দেওয়ার জন্য গ্রামের এক বেকার যুবতীকে ভাড়া করেছিলেন ওই প্রধান শিক্ষিকা ১০০০০ টাকা দিয়ে। ঘটনাটি গ্রামবাসীর তরফ থেকে শিক্ষা দপ্তরের কানে যায়। আর তারপরেই ওই স্কুলে অভিযান চালায় শিক্ষা দপ্তরের অফিসাররা। ইতিমধ্যেই প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
আরও পড়ুন : নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোর