মেখলিগঞ্জ: প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হওয়ায় খুশি মেখলিগঞ্জের কুচলিবাড়ির বাসিন্দারা। শনিবার কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এর উদ্বোধন করেন মেখলিগঞ্জের বিডিও অরুণ কুমার সামন্ত। সেখানে উপস্থিত ছিলেন ডাঃ হীরক জ্যোতি অধিকারী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
মেখলিগঞ্জের বিডিও অরুণ কুমার সামন্ত জানান, সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত বিনামূল্যে ব্লাড প্রেসার, সুগার ও ক্যানসার পরীক্ষা করা হবে। গ্রামে অনেকেই স্বাস্থ্য নিয়ে সচেতন নন। শরীরে কোনও সমস্যা রয়েছে কিনা, তা অনেকেই জানান না। তাই এখন থেকে সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা বেহাল। একজন হোমিওপ্যাথি চিকিৎসক ও একজন অস্থায়ী চিকিৎসক কোনও মতে পরিষেবা দিয়ে চলছেন সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে। অভাব রয়েছে নার্স থেকে স্বাস্থ্যকর্মীরও। এরমধ্যে সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় খুশি এলাকার মানুষজন। তবে সুস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসকেরও দাবি জানান বাসিন্দারা। যদিও খুব শীঘ্রই স্বাস্থ্যকেন্দ্রে একজন স্থায়ী চিকিৎসকের ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস দেন চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হীরক জ্যোতি অধিকারী।
এদিন কুচলিবাড়ির পাশাপাশি জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও সুস্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে। এর উদ্বোধন করেন মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার। উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক উত্তম কুমার রায় সহ অনেকে।
আরও পড়ুন : বন দপ্তরের অভিযানে বাজেয়াপ্ত চোরাই শাল কাঠ