নয়াদিল্লি: দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন করোনা আক্রান্ত হয়েছেন। জ্বর, শ্বাসকষ্টের কারণে তাঁকে সোমবার রাতে দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর লালার নমুনা পরীক্ষা করা হয়। প্রথম পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু করোনা উপসর্গ থাকায় ডাক্তারদের পরামর্শে আরও একবার তাঁর লালার নমুনা পরীক্ষা করা হয়।
এদিন রিপোর্ট এলে দেখা যায়, ৫৫ বছর বয়সি স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। সত্যেন্দর জৈন এদিন নিজেই বিষয়টি টুইট করে জানিয়েছেন।
Due to high grade fever and a sudden drop of my oxygen levels last night I have been admitted to RGSSH. Will keep everyone updated
— Satyendar Jain (@SatyendarJain) June 16, 2020
দিল্লির করোনা পরিস্থিতির মোকাবিলায় রবিবার একটি বৈঠকে অংশ নিয়েছিলেন সত্যেন্দর জৈন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এদিকে, সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
Today my covid test found to be positive.
— Satyendar Jain (@SatyendarJain) June 17, 2020
উল্লেখ্য, দিল্লিতে এখনও পর্যন্ত ৪৪ হাজার ৬৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজার ৮৩৭ জনের।