নাগরাকাটা: চা বাগানের শিশুদের নিয়ে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করলেন দীপ রায় নামে এক স্বাস্থ্যকর্মী। ময়নাগুড়ি ও ধূপগুড়ি ব্লকের পতঙ্গবাহিত রোগের টেকনিক্যাল সুপারভাইজারের দ্বায়িত্বে থাকা ওই কর্মী বৃহস্পতিবার সকালে ডুয়ার্সের চালসা চা বাগানে এসে সেখানকার শিশুদের নিয়ে নিজের জন্মদিন উদযাপন করেন। ক্ষুদেদের স্বাস্থ্য সংক্রান্ত নানা বার্তাও দেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব এবং আশপাশের নালা নর্দমা যাতে সাফ থাকে তা দেখার জন্য শিশুরা যাতে তাঁদের অভিভাবকদের জানায় এমন অনুরোধ করেন তিনি। ওই শিশুদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শুকনো মিষ্টি, কেক, বিস্কুট ও চকলেটের প্যাকেট। এর আগেও নিজের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান একটু অন্যরকম ভাবে উদযাপন করেছিলেন দীপ বাবু। সেবার মেটেলি ব্লকের ছাওয়াফেলী বনবস্তিতে গিয়ে সেখানকার দুঃস্থদের হাতে কম্বল ও সোয়েটার তুলে দেন।
পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির সম্মেলন ওদলাবাড়িতে
ওদলাবাড়ি: গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলাজুড়ে সাংগঠনিকভাবে ঘর গোছাতে শুরু করেছে বিজেপি। রবিবার ওদলাবাড়ি (Odlabari) চা বাগানে বিজেপির অঞ্চল...
Read more