কলকাতা: অশনির প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী ১২ থেকে ১৪ মে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ২১০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৩১০ কিলোমিটার, গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার দূরে রয়েছে ‘অশনি’। পুরী থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। নবান্ন থেকে সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই খবর নবান্ন সূত্রে।
আরও পড়ুনঃ গরমের ছুটি এগিয়ে এল কেন? রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের