উত্তরবঙ্গ ব্যুরো: বজ্র্য-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শহর শিলিগুড়ি(Siliguri)। সোমবার বিকেল থেকেই কার্যত ‘মেঘভাঙা’ বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক ওয়ার্ড। ব্যাহত হয়েছে যান চলাচল। বাঘা যতীন পার্ক, হাসপাতাল মোড়, নেতাজি রোড, হিলকার্ট রোড, বিধান মার্কেট, অশোকনগর, প্রধাননগর, সুকান্তপল্লি, শক্তিগড়, মিলনপল্লি, হায়দারপাড়া, হাকিমপাড়া সহ নীচু এলাকাগুলিতে জল জমে গিয়েছে।
কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ডুয়ার্সের একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। পাহাড়ে নেমেছে ধস। আটকে পড়েছেন বহু পর্যটক। সব মিলিয়ে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড় ও সমতলের জনজীবন। রাতভর বৃষ্টির জেরে মেটেলি ব্লকের আইভিল চা বাগানের আগ্নু লাইনের হাগরী খোলা নদীর ভাঙনে নদীগর্ভে চলে গেল একটি বাড়ির একাংশ। আরও তিনটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি ও পানীয় জল সরবরাহের পাইপ। রবিবার রাতের পর সোমবারের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মাল শহর। বিভিন্ন এলাকায় জমে গিয়েছে হাটুজল। শহরের অভ্যন্তরে থাকা পাগলাঝোরা রীতিমতো ত্রাস তৈরি করেছে। অন্যদিকে, শহরের উত্তর-পূর্ব প্রান্ত দিয়ে বয়ে চলা মাল নদী ফুলেফেঁপে উঠেছে।