কলকাতা: গোয়ায় কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন কুর্টোরিমের প্রাক্তন বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লরেঙ্কো। মঙ্গলবার তিনি কলকাতায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, সোমবারই কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন অ্যালেইক্সো। গোয়া বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সরাসরি কলকাতায় আসেন তিনি। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল অ্যালেইক্সো তৃণমূলে যোগ দিতে পারেন। গোয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে কুর্টোরিম থেকে দাঁড়ানোর কথা ছিল তাঁর। কিন্তু ভোটের ঠিক আগে তিনি হাত ছেড়ে এদিন ঘাসফুল শিবিরে যোগ দিলেন।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial