হেলাপাকড়ি: এশিয়ান ওমেনস জুনিয়ার হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সোনা জয় করেছে ভারত। গত ৭ থেকে ১৪ মার্চ কাজাখস্তানে এই প্রতিযোগিতাটি হয়। ভারতীয় দলে প্রতিনিধিত্ব করে ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ির মেয়ে মৌমিতা রায়। শুক্রবার তাঁকে অভিনন্দন জানান এলাকাবাসী। এছাড়াও ছিল বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।
বাবুপাড়ার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি জগৎ রায়ের মেয়ে মৌমিতা হেলাপাকড়ি রাশ স্পোর্টস অ্যাকাডেমির ছাত্রী। হ্যান্ডবলে বরাবরই ভাল ফল করে এসেছে। নিজের সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক ও অ্যাকাডেমির সহযোগিতার কথা জানিয়েছেন মোমিতা। আন্তর্জাতিক স্তরেও ভাল ফলের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায়বসুনিয়া, পঞ্চায়েত সমিতির সদস্য যুথিকা রায় সেন, নিয়তি রায়, পদমতি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা রায় প্রমুখ। শিবম রায়বসুনিয়া জানান, প্রশাসনিকভাবে মৌমিতা যাতে যাবতীয় সুযোগ সুবিধা পান, তার চেষ্টা করা হবে। আগামী ২৪ মার্চ ময়নাগুড়িতে সবলা মেলা শুরু হবে। সেখানে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা উপস্থিত থাকবেন। সেই মঞ্চে ওইদিন পঞ্চায়েত সমিতির তরফে মৌমিতাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।