রায়পুর: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পাইলট। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ক্যাপ্টেন গোপালকৃষ্ণ পান্ডে এবং ক্যাপ্টেন এ পি শ্রীবাস্তব। হেলিকপ্টারটিতে আর কোনও যাত্রী ছিলেন না বলেই জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, বিমানবন্দরেই হেলিকপ্টারটি নিয়ে অনুশীলন করছিলেন দুই পাইলট। অনুশীলন শেষে হেলিকপ্টারটিকে অবতরণ করানোর সময় হঠাৎই সেটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়। তবে, ঠিক কী কারণে এভাবে হেলিকপ্টারে আগুন ধরে গেল, সেটি এখনও স্পষ্ট নয়।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীন ভূপেশ বাঘেল। টুইটে দুর্ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : বিদেশ থেকে এদেশে বেড়াতে এসে যৌন নিগ্রহের শিকার রুশ নাবালিকা