উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: ভিভিআইপিদের কপ্টার ওড়ার প্রটোকলে আসতে চলেছে বদল। ভিভিআইপিদের কপ্টার ওড়ার আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে| শনিবার এমনটাই জানিয়েছেন বায়ুসেনা প্রধান ভি. আর. চৌধুরী। কপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম সেনা সর্বধিনায়ক বিপিন রাওয়াত সহ তাঁর স্ত্রী এবং ১২ সেনাকর্তার প্রয়াণের পরই নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত ভারতীয় বায়ুসেনার৷
চলতি মাসের ৮ তারিখ তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ ১৪ জনের৷ এরপরই একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় বায়ুসেনাকে৷ কপ্টার দুর্ঘটনার পিছনে কোনও গ্রহণযোগ্য যুক্তি এখনও মেলেনি। স্বাভাবিকভাবেই ওই দুর্ঘটনা নেপথ্যে কারও গাফিলতি বা অন্তর্ঘাত ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। বিশেষ সূত্রের খবর সেই তদন্তের ভিত্তিতেই ভিভিআইপিদের চপার ওড়ার প্রটোকল পরিবর্তন এবং পর্যালোচনা করতে চাইছে বায়ুসেনা।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial