ডিজিটাল ডেস্ক : প্রতিদিন শ্যাম্পু করা মানেই চুলের যত্ন নেওয়া নয়। চুল ভালো রাখতে সিরামও ব্যবহার করে থাকেন কেউ কেউ। অনেকেই বুঝতে পারেন না, আসলে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় কোনটি। প্রতিদিন হেনা (Henna) করা ঠিক নয়। ১৫ দিনে অন্তত দু’বার করে হেনা করলে খুশকি সহ চুলের অন্যান্য সমস্যার অস্ত্র হতে পারে হেনা। জেনে নিন হেনার গুণাগুণ-
১. খুশকি দূর করা
অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকার দরুণ হেনা স্ক্যাল্প হেলথ ভালো রাখতে সাহায্য করে এবং খুশকি দূরীকরণে অংশ নেয়।
২.কন্ডিশনিং
ডিমের মত হাইড্রেটিং উপাদানের সঙ্গে মিলিত হলে, হেনা স্কাল্প থেকে অতিরিক্ত তেল-ময়লা অপসারণ করতে সাহায্য করে। সাথে চুলকে কন্ডিশন করে। চুল হয়ে ওঠে হেলদি এবং সিল্কি।
৩. ড্যামেজ রিপেয়ার
চুলের ক্ষেত্রে হেনা অত্যন্ত পুষ্টিকর। চুলের নমনীয়তা এবং শক্তি বজায় রেখে চুলের ডগা ভাঙা প্রতিরোধ করে।
৪. পিএইচ ব্যালেন্স বজায় রাখা
হেনা তৈলাক্ত চুলএর জন্য ব্যবহৃত সেরা উপাদান। এটি স্কাল্পের পিএইচকে তার প্রাকৃতিক অ্যাসিড-ক্ষারীয় স্তরে পুনরুদ্ধার করতে সহায়তা করে। যা চুলের গোড়া মজবুত করে।
৫. চুলের বৃদ্ধি
স্ক্যাল্পের গ্রন্থি কোষের উন্নতি সাধনের মাধ্যমে হেয়ার গ্রোথ করতে হেনা সাহায্য করে। ফলে অতিরিক্ত চুল ঝরা কমে এবং চুলের বৃদ্ধি ভালো হয়।
আরও পড়ুন : ঘরে বসে করুন হেয়ার ডিটক্সিফাই ……