ডিজিটাল ডেস্ক : হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিন্তু হোয়াটঅ্যাপের এমন অনেক ট্রিক আছে যা আমরা সবাই জানি না আর সেইগুলি জানলে আমাদের অনেক কাজ আরও সহজ হয়ে যায়। যে ইউজাররা অ্যান্ড্রয়েড 2.21.23.14 ভার্সানে (Android Version) হোয়াটসঅ্যাপ আপগ্রেড করবেন, তাঁরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এখনই সকলের হোয়াটসঅ্যাপে ফিচারটি দেখাবে না। আপনিও যদি না পেয়ে থাকেন, তবে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।
এতদিন হোয়াটসঅ্যাপের (WhataApp) সেটিংস অপশনে গিয়ে প্রাইভেসি সেটিংস থেকে লাস্ট সিন অপশনটি বন্ধ করে রাখা যেত। এই অপশন অন করলে আপনি শেষবার কবে কিংবা কখন অনলাইন হয়েছিলেন, তা কেউ দেখতে পাবে না। আবার একইসঙ্গে অন্যদের লাস্ট সিনও আপনাকে দেখানো হবে না। তবে এবার শোনা যাচ্ছে, এই ফিচারে আসতে চলেছে বদল। এবার যে ইউজারদের আপনি নিজের লাস্ট সিন, প্রোফাইল ছবি কিংবা স্টেটাস দেখাতে চান না, কেবলমাত্র তাঁদের কাছেই আপনার আপডেটটি পৌঁছবে না। আরও সহজ করে বললে, অপছন্দের মানুষদের থেকে লুকিয়ে রাখতে পারবেন নিজের ব্যক্তিগত জীবন।