ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। মামলা চলছে কলকাতা হাইকোর্টে(High Court)। তার মধ্যেই নতুন অভিযোগ প্রকাশ্যে এসেছে গতকাল। পশ্চিম মেদিনীপুরের মানসুকা লক্ষ্মী নারায়ণ হাই স্কুলের সহকারী শিক্ষক গণেশ রজক ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামীর কাছে বদলির আবেদন করলে সহকারী শিক্ষকের কাছে ১ লক্ষ ২৫ হাজার টাকা দাবী করা হয়। এরই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে অভিযোগ করা হয়। এই সংক্রান্ত একটি অডিও রেকর্ডিংও পেশ করা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে। এবং এই ইস্যুতে বিচারপতি গঙ্গোপাধ্যায় দুই পক্ষের হলফনামা চেয়েছিলেন। পাশাপাশি বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) আজ এই ঘটনায় ডিআইজি সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মোবাইল জমার নির্দেশ দেন তিনি। স্বাভাবিকভাবেই শিক্ষক নিয়োগ মামলা নিয়ে যখন সমস্যা চলছে তখন নতুন করে এই ঘটনা কার্যত রাজ্য সরকারকে চাপে ফেলল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: শিল্প সম্মেলন সফল- ঘোষণা মুখ্যমন্ত্রীর, জানালেন পরবর্তী সম্মেলনের দিনক্ষণ