ডিজিটাল ডেস্কঃ এবার সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ খোদ সরকারি আধিকারিকের বিরুদ্ধেই। কার্যত জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বিডিও এবং পঞ্চায়েত প্রধান লক্ষ্য লক্ষ্য টাকা আত্মসাৎ করেছেন। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে নন্দকুমারের বিডিও এবং পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত জানা গিয়েছে, ১০০ দিনের কাজে এই বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে জেলাশাসককে তদন্ত চালাতে হবে এবং তিন মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেয়। আর সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলেই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। কার্যত অভিযোগ উঠেছে, মনরেগার কাজে মৃত ব্যক্তি এবং জেলে থাকা অভিযুক্তদের নামে প্রচুর টাকা জাল করে তুলে নেওয়া হয়েছে। বিডিওর কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে জানা গেছে, বিডিও নিজেই এই দুর্নীতিতে জড়িত। আপাতত দুর্নীতিতে জড়িত সরকারি আধিকারিকরা এবার কোন শাস্তি পান, সে দিকেই থাকবে নজর।
গঙ্গায় ২ লক্ষ মাছের চারা ছাড়ল মৎস্য দপ্তর
ফরাক্কা: ফরাক্কা গঙ্গার আপস্ট্রিমে প্রায় ২ লক্ষ বিভিন্ন মাছের চারা ছাড়া হয়। বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে মৎস্যচাষিদের গঙ্গার জলে বিষ...
Read more