ডিজিটাল ডেস্ক: সারদা কর্তা সুদীপ্ত সেন কিছুদিন আগেই বলেছিলেন, তাঁর কাছ থেকে নিয়মিত টাকা নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাই নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায় রাজ্য জুড়ে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারপরেই কাঁথি থানা থেকে তদন্তের তোরজোড় শুরু হয়। আর এরপরেই কাঁথি থানার তদন্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে। এবার সেই মামলার তদন্তে হাইকোর্ট নির্দেশ দিল। প্রসঙ্গত, সুদীপ্ত সেন চিঠিতে লিখেছিলেন শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই তৎকালীন কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী নিয়মিত তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। কাঁথি থানা এই নিয়ে তদন্ত শুরু করতেই পালটা মামলা দায়ের করা হয়। বলা হয়, যেহেতু সিবিআই সারদা মামলার তদন্ত করছে তাই কাঁথি থানা তদন্ত করতে পারে না । কিন্তু সেই জনস্বার্থ মামলা আজ খারিজ হয়ে গেল হাইকোর্টে। জানা গিয়েছে, প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই মামলার তদন্তভার পুলিশের হাতেই রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই হাইকোর্টে ডিভিশন বেঞ্চের এই রায় যে শুভেন্দু অধিকারীকে তীব্র অস্বস্তির মুখে ঠেলে দিল, সে কথা নিঃসন্দেহে বলা যায়। এবার পুলিশি তদন্তে সারদা মামলার নতুন কোন তথ্য উঠে আসে সেটাই দেখার।
সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ তৃণমূল ছাত্রনেতা
ডিজিটাল ডেস্ক : এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে। অবিলম্বে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবার...
Read more