ময়নাগুড়ি: কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের তরফে জল্পেশ মন্দির নিয়ে বিভিন্ন নির্দেশিকা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশিকার ফলে আগামী রবি ও সোমবার জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীরা প্রবেশ করতে পারবেন না। তার বদলে বাইরে থেকে পাত্রের মধ্যে জল ঢালতে হবে পুণ্যার্থীদের। তাই জল্পেশ মন্দিরে সেই পরিকাঠামো তৈরির কাজ চলছে। ময়নাগুড়ির (Mainaguri) বিডিওর তত্ত্বাবধানে এই কাজ চলছে। আদালতের নির্দেশে এই কাজের খরচ বহন করবে জল্পেশ মন্দির কর্তৃপক্ষ। জল্পেশ মন্দিরের ভেতর পুণ্যার্থীদের জল ঢালার জন্য কৃত্রিম খাল ও পাইপ লাইন তৈরির কাজ চলছে। বর্তমানে জোরকদমে চলছে কাজ। জল্পেশ মন্দিরের গর্ভগৃহের সিঁড়ির মধ্য দিয়ে পাইপ লাইন বসানোর কাজ চলছে।
এছাড়াও আদালতের নির্দেশ অনুযায়ী, জল্পেশ মন্দির কর্তৃপক্ষ রবি ও সোমবার পুণ্যার্থীদের থেকে কোনরকম টিকিট নেওয়া চলবে না। শনিবার সকাল থেকে জল্পেশ মন্দিরে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়ার নেতৃত্বে প্রচুর সংখ্যক পুলিশ এদিন গোটা জল্পেশ মন্দির চত্বর ঘুরে দেখেন। জল্পেশ মন্দির ট্রাষ্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্রনাথ দেব বলেন, ‘আদালতের নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে।‘