চালসা: রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী পুজো (Saraswati Puja)। করোনা পরিস্থিতির পর এবার সাড়ম্বরে পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে ফলের বাজার আগুন হওয়ায় পকেটে টান পড়ছে সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তাদের। ফল কিনতে কার্যত হিমশিম খেতে হচ্ছে। মেটেলি বাজার, বাতাবাড়ি, চালসা, মঙ্গলবাড়ি, ধুপঝোরা, বিধাননগর সহ বিভিন্ন এলাকার ছবি একইরকম। জানা গিয়েছে, কেজি দরে ১০০ টাকার নীচে কোনও ফল নেই। এক পুজো উদ্যোক্তা বলেন, ‘এবছর ফলের বাজারে দাম অনেকটাই চড়া। পুজোর বাজেটে তাই কাটছাট করতে হচ্ছে। পুজো তো করতেই হবে। তাই বেশি দাম দিয়েই ফল কিনতে হচ্ছে।’ এক ফল ব্যবসায়ীর বক্তব্য, তাঁদেরও এবার বেশি দাম দিয়ে পাইকারি মূল্যে ফল আনতে হয়েছে। তাই দাম একটু বেশি।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : থমকে উত্তুরে হাওয়া, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?