ডিজিটাল ডেস্কঃ কর্ণাটকের হিজাব বিতর্ক(hijab issue) নিয়ে ইতিমধ্যেই সারাদেশে চর্চা চলেছে। কর্ণাটক হাইকোর্ট হিজাব মামলায় গত ১৫ ই মার্চ ঐতিহাসিক রায় দেয়। কোর্ট জানিয়ে দেয়, ইসলাম ধর্মে হিজাব অপরিহার্য নয়। সে ক্ষেত্রে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যেসকল আবেদন জমা পড়েছিল, সেগুলি খারিজ করে দেয় কর্ণাটক হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টেও একাধিক পিটিশন জমা পড়ে। সেখানেও সুপ্রিমকোর্ট(supreme court) জানিয়ে দেয়, হিজাব পরিধানের সঙ্গে পরীক্ষার কোন সম্পর্ক নেই। তবে এবার কর্ণাটক হাইকোর্টের হিজাব রায় নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে চলেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। কার্যত তাঁদের দাবি, ভুল ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। আর এই নিয়ে আরও একবার হিজাব বিতর্ক উসকে উঠল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ সন্দেহজনক তথ্য উদ্ধার শিবসেনা নেতা যশবন্ত যাদবের ডায়েরিতে