হিলি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে সম্মান জানিয়ে পুজোমণ্ডপ তৈরি করল হিলির (Hili) যজ্ঞতলা ক্লাব। পুজোমণ্ডপে ভারতরত্ন এ পি জে আব্দুল কালামকেও শ্রদ্ধা জানিয়েছেন ওই ক্লাবের উদ্যোক্তারা। জাতীয় ফুলের ওপর দেবীপ্রতিমা তৈরি করে বিশেষ বার্তা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
হিলির বিগবাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম যজ্ঞতলা। ৭২ বছরে ওই ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করেছে। প্রত্যেক বছরের মতো এবারেও বিশেষ ভাবনায় থিম তুলে ধরে হাজির হয়েছেন পুজোর উদ্যোক্তারা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সম্মানিত করে বিজ্ঞানীদের উৎসাহ বাড়াতে মঙ্গলযান আদলে পুজোমণ্ডপ তৈরি করেছে। পুজোমণ্ডপে ভারতরত্ন এ পি জে আব্দুল কালামের প্রতিকৃতি ও তাঁর বাণী তুলে ধরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।