তুফানগঞ্জ, ২৪ ফেব্রুয়ারিঃ ১৮ দিন ধরে নিখোঁজ এক নাবালিকাকে উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হল হিন্দু জাগরণ মঞ্চ। সোমবার তুফানগঞ্জ-১ ব্লকের মারুগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, প্রায় ১৮ দিন ধরে নিখোঁজ ওই এলাকার এক নাবালিকা। অভিযোগ, পাশের গ্রামের এক যুবক ওই নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যায়। এই বিষয়ে পুলিশে অভিযোগ করা হলেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন হিন্দু জাগরণ মঞ্চ আন্দোলনে নামে। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। অবরোধের জেরে এদিন জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাত দিনের মধ্যে নাবালিকাকে উদ্ধারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।