উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান (Pakistan) পুলিশের উচ্চ পদে নিযুক্ত হলেন এক হিন্দু মহিলা। এর আগে হিন্দু মহিলা পাক পুলিশে নিয়োগ হলেও ডেপুটি পুলিশ সুপারের মতন গুরুত্বপূর্ণ পদে হিন্দু মহিলার নিয়োগ এই প্রথম। পুলিশের উর্দি গায়ে চড়িয়ে কর্তব্যপালন রক্ষনশিলতার আবরণে ঢাকা পাকিস্তানে যেন এ এক বিরলতম ঘটনা।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের জেকবাবাদের মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারের মেয়ে মনীষা রুপেতা। মনীষা এমবিবিএস পরীক্ষায় বসেছিলেন। কিন্তু মাত্র এক নম্বরের জন্য ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে পাকিস্তানের পুলিশের পরীক্ষায় বসেন। সেখানে তিনি সসম্মানে উত্তীর্ণ হয়ে সম্প্রতি পুলিশে যোগ দিয়েছেন। পাক পুলিশের ডেপুটি পুলিশ সুপারের পদে তিনি নিযুক্ত হয়েছেন। তাঁর পরবর্তী লক্ষ্য সিভিল সার্ভিস পরীক্ষায় বসা। সিন্ধু প্রদেশের এই হিন্দু মেয়ে মনীষা পাক পুলিশের উঁচু পদ পেয়ে নজির গড়েছেন তাতে কোনও সন্দেহ নেই। এর আগে এই প্রদেশে একাধিক হিন্দু মহিলা পুলিশে সুযোগ পেলেও এত বড় পদে বসতে এর আগে কাওকেই দেখা যায়নি।
পুলিশে যোগদান প্রসঙ্গে মনীষা রূপেতা বলেন, পাকিস্তানে লিঙ্গ বৈষম্য প্রবল। এদেশে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনাও বেশি। এই লিঙ্গ বৈষম্য দূর করতে নিজের কাজে অবিচল থাকবেন। যদিও পাকিস্তানে সে কাজের সফলতা মেলা যে একপ্রকার অসম্ভব সেটা ভাল করেই জানেন তিনি। একজন সংখ্যালঘু মহিলা হয়ে প্রশাসনিক উচ্চ পদে টিকে থাকাটাই এখন চ্যালেঞ্জ মনীষার কাছে।
আরও পড়ুন : ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ইডির হাতে আটক সঞ্জয় রাউত