ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার হিঙ্গলগঞ্জে(Hingalganj) এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। আজ সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল, পনেরো হাজার শীত বস্ত্র বিতরণের। কিন্তু সমস্যা তৈরি হয় যখন মুখ্যমন্ত্রী দেখেন, সভামঞ্চের আশেপাশে কোথাও শীত বস্ত্র নেই। প্রসঙ্গত, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা প্রধান উপলক্ষে উপস্থিত হয়েছিলেন হিঙ্গলগঞ্জে। নির্ধারিত সময়ে এবং নির্ধারিত মঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী যখন দেখেন ঘোষিত শীতবস্ত্র বিতরণের কথা থাকলেও তখনও শীতবস্ত্র সভামঞ্চে আসেনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য বন্ধ করে দিয়ে বসে পড়েন মঞ্চে চুপচাপ। উপস্থিত আধিকারিকরাও ধমক খান তাঁর কাছে। খোঁজ নিয়ে জানা যায় শীতবস্ত্রগুলি রাখা রয়েছে বিডিও অফিসে। তড়িঘড়ি সেগুলো নিয়ে আসার বন্দোবস্ত হয়। দ্রুত কিছু শীতবস্ত্র সভামঞ্চে পৌঁছালে মুখ্যমন্ত্রী সেগুলি বিতরণ করেন। মুখ্যমন্ত্রী চলে যাবার পরেও সেই বিতরণ চলছিল। ক্রমাগত বিডিও অফিস থেকে নিয়ে আসা হচ্ছিল শীতবস্ত্রগুলি। কিন্তু তার মাঝেই বিপত্তি ঘটল। জানা গিয়েছে, শীত বস্ত্র বোঝাই গাড়ি যখন বিডিও অফিস থেকে আসছিল, তখন তা দুর্ঘটনার মুখে পড়ে। জানা গিয়েছে, শীতবস্ত্র বোঝাই ম্যাটাডোর গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে একটি বিদ্যুতের খুঁটিতে।
অনুমান করা হচ্ছে, দ্রুতগতি থাকার দরুণ এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন চালক। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং এলাকার মানুষজন ওই আহত চালককে উদ্ধার করেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা জানার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। কার্যত হিঙ্গলগঞ্জ থেকে মুখ্যমন্ত্রী চলে যাবার পর ম্যাটাডোর চালকের এই দুর্ঘটনায় পড়া নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।