ডিজিটাল ডেস্ক : আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস| ২৬ জানুয়ারি দিনটিকে মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন, ‘স্বতন্ত্রতা সংকল্প দিবস’| জওহরলাল নেহেরুর নেতৃত্বে ১৯২৯ সালের বছর শেষে পূর্ণ স্বরাজ আনার শপথ নেন তিনি| এরপরেই ১৯৩০ সালের ২৬ জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট আমাদের দেশ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করে এবং ওই দিনটি স্বাধীনতা দিবসের মর্যাদা পায়| ১৯৩০ সালের ২৬ জানুয়ারির গুরুত্ব বজায় রাখতে ১৯৫০ সালে এ দিনই ভারতের সংবিধান গৃহীত হয় ও এই দিনটি প্রজাতন্ত্র দিবস ঘোষিত হয়।
প্রতিবারের মতো এবছর ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যরা। প্যারেড শুরু হয় সকাল ১০:৩০টা থেকে। এরপর প্রদর্শিত হয় বিভিন্ন রাজ্যের ট্যাবলো। এই উপলক্ষ্যে রাজধানীকে ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়|
আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি