ডিজিটাল ডেস্ক : তারাতলা উড়ালপুলে ভোরবেলাতেই বড়সড় বিপত্তি। তারাতলা উড়ালপুলে দেখা গেল বড় গর্ত।সাবধানতা হেতু তড়িঘড়ি যান চলাচল বন্ধ করে দেওয়া হল। জানা গিয়েছে, আজ ভোরে তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে একটা বড় গর্ত দেখা যায়। ব্যাপারটি সামনে আসতেই দুর্ঘটনা এড়াতে তারাতলা উড়ালপুলের মাঝেরহাট থেকে বেহালাগামী রাস্তা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পূর্ত দপ্তরের কাছে খবর গেছে। জানা যাচ্ছে, বর্তমানে মাঝেরহাট থেকে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে যান চলাচল করছে। উড়ালপুলের ওই অংশের মেরামতির পরেও গার্ডারের পাশের রাস্তায় গর্ত দেখা দিল। এই সমস্যার কত তাড়াতাড়ি সমাধান হয়, সেটাই দেখার।
আরও পড়ুন : হয়ে গেল অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত, রিপোর্ট যাবে সোজা আদালতে