উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় সোমবার রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়ে রিপোর্ট তলব করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনকর সেই রিপোর্ট জমা দিয়েছেন। এরপরই রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক।
উল্লেখ্য, বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। নাড্ডার কনভয়ে হামলার রেশ পড়েছে দিল্লিতেও। বৃহস্পতিবার রাতে দিল্লিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ও বঙ্গভবনে হামলা চালান একদল যুবক। হামলার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন যুবক অভিষেকের দিল্লির বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন।
এদিকে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতে খতিয়ে দেখতে দু’দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ১৯ ও ২০ ডিসেম্বর রাজ্যে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কর্মসূচির বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়নি। ২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। সেকারণে দলের একের পর এক শীর্ষ নেতা রাজ্য সফরে আসছেন।