বর্ষা ও আর্দ্র আবহাওয়া মশাদের বাড়বাড়ন্ত কাল।বর্তমানে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপে জেরবার মানুষ| তাই মশার হাত থেকে আমরা মুক্তি পেতে ভরসা করি রেপেলেন্ট, কয়েল বা স্প্রের ওপর। কিন্তু নানা রাসায়নিক ব্যবহৃত হওয়ার জন্য এগুলো স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর যা শ্বাসকষ্ট বা মাথাব্যথার সমস্যা সৃষ্টি করতে পারে। তাই কিছু ঘরোয়া টোটকা আমরা মশা তাড়ানোর কাজে লাগাতে পারি |জেনে নেওয়া যাক সেগুলি কি কি :
১) বাড়ির আনাচে কানাচে জমা জল মশার বংশ বৃদ্ধির অন্যতম কারণ |তাই আবর্জনা জমা জল ফেলে দিতে হবে এর পাশাপাশি ভাঙা পাত্রে বা অন্য কোনো জায়গায় যাতে কোনো ভাবে জল জমতে না পারে সেই দিতে খেয়াল রাখতে হবে,কারণ ডেঙ্গু মশা পরিষ্কার জলে ডিম পারে |বাড়ি লাগোয়া নর্দমা থাকলে লক্ষ্য রাখতে হবে সেটি যেন ভালোভাবে ঢাকা থাকে।মশার হাত থেকে রক্ষা পাবার অন্যতম উপায় হলো মশারি টাঙিয়ে শোয়া যা রাতে মশার কামড় থেকে বাঁচার একমাত্র কার্যকরী উপায় |
২)লেবু খণ্ড করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢোকাবেন, শুধু লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে করে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতেই কমবে মশার উপদ্রব |
৩)মশা তাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে নিম। নিম ও নারকেলের তেলকে সমপরিমাণে মিশিয়ে শরীরে লাগালে মশার কামড় থেকে বাঁচতে পারবেন।
৪)কয়েলের পরিবর্তে বাড়িতে কর্পূর ১৫-২০ মিনিটের জন্য জ্বালিয়ে রাখলে মশা কমতে তা কাজ দেয়।
৫)বাড়িতে সহজেই তৈরি করা যেতে পারে রসুনের স্প্রে। এর জন্য কয়েক কোয়া রসুন থেতো করে জলে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তা স্প্রে বোতলে ঢেলে বাড়িতে স্প্রে করতে হবে |রসুনের কটূ দুর্গন্ধ মশার হাত থেকে নিষ্কৃতি পেতে সাহায্য করে।
৬)ছোট গ্লাসে একটু জল নিয়ে তাতে পাঁচ থেকে ছয়টি পুদিনাপাতা খাবার টেবিলে রেখে দিন। তিন দিন অন্তর জল বদলে দিন।এতে শুধু মশাই নয়, পুদিনার গন্ধে অনেক ধরনের পোকামাকড়ও ঘরে আসে না।
৭)গোটা ডিমের ট্রে নিয়ে তা জ্বালিয়ে ঘরের কোণে রাখলে তাতেও কমে মশার উপদ্রব |
৮)সমপরিমাণে লেবু ও নীলগিরির তেল মিশিয়ে গায়ে লাগিয়ে নিন।এ ছাড়াও টি ট্রি অয়েল বা পেপারমিন্ট অয়েল জলে মিশিয়ে গায়ে স্প্রে করলেও মশার কামড় থেকে বাঁচতে পারবেন।
৯)ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে ওই চা–পাতা ধুনার বদলে ব্যবহার করুন। শুকনা চা–পাতা পোড়ানোর ফলে মশা, মাছি পালিয়ে যায় |
১০)মশা তাড়ানোর একটি সহজ উপায় হল বাড়ির মধ্যে মসকিউটো রেপেলেন্ট গাছ রাখা। ছোট আকারের এই গাছগুলিকে বাড়ির কোনও কোণে বা ডেস্কের ওপরে রাখা যেতে পারে।কয়েকটি গাছ হল গাঁদা, তুলসী, লেমনগ্রাস, সিট্রোনেলা, পুদিনা |
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial