ডিজিটাল ডেস্কঃ সারাদিন পর বাড়ি ফিরে যদি একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে সেটা কারোরই ভালো লাগে না। ঘরের এমনকিছু বাজে ঘন্ধ অনেক সময় আসে, সেটা বাজার থেকে কেনা রুম ফ্রেশনারেও যায় না। আর খুব বেশিক্ষণ এগুলোর প্রভাব থাকে না। পাশাপাশি এগুলি খুব দামি হয়, যা কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভবও হয়না সবসময়। তার চেয়ে বরং নিজেই তৈরি করে ফেলুন না ন্যাচারাল রুম ফ্রেশনার…..
১) ডি আই ওয়াই সেন্টেড বাতি:
যা যা প্রয়োজন – একটি কমলালেবু, দেশলাই, ছুরি এবং অলিভ অয়েল
কীভাবে তৈরি করবেন
ক) প্রথমেই ছুরি দিয়ে কমলালেবুটি আধখানা করে কাটতে হবে, তবে খুব সাবধানে এই কাজটা করবেন। দেখবেন, যেন কমলালেবুর ভিতরে যে ডাঁটিটি থাকে, তা যেন ভেঙে বা ছিঁড়ে না যায়। খুব আস্তে-আস্তে, ঘুরিয়ে-ঘুরিয়ে খোসা থেকে কমলালেবু আলাদা করুন।
খ) এবার দেখবেন, কমলালেবুর খোসাটি একটি বাটির মতো দেখতে লাগছে এবং ডাঁটিটি যেন সলতে।
গ) খোসার বাটির মধ্যে অলিভ অয়েল ঢেলে নিন পরিমাণমতো এবং দেশলাই দিয়ে ডাঁটিটি জ্বালান। একটু হয়তো সময় লাগতে পারে সলতে জ্বলতে, তাতে ঘাবড়াবেন না। সলতে জ্বলে গেলে দেখবেন কী দারুণ একটা ফ্রেশ সুগন্ধে আপনার বাড়ি ভরে উঠবে।
২) পটপৌরি:
পটপৌরি সাধারণত ফুলের শুকনো পাপড়ি, শুকনো হার্বস, এসেনশিয়াল অয়েল ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। ব্যাপারটা কিছুই না, একটু বাটিতে এই সব উপকরণগুলই মিশিয়ে রাখা হয় এবং তাতেই ঘরে সুগন্ধ ছড়ায়। বাড়িতে আপনি খুব সহজে কয়েকটি মাত্র উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই রুম ফ্রেশনার।
যা যা প্রয়োজন – শুকনো গোলাপের পাপড়ি, এলাচ দানা, শুকনো রোজমেরি, শুকনো মশলা, আপনার পছন্দমতো যে-কোনও এসেনশিয়াল অয়েল এবং একটি বাটি।
কীভাবে তৈরি করবেন
ক) যদি আপনি বাড়িতেই ফুল এবং হার্বস শুকিয়ে নিতে চান, তা হলে প্রথমেই একটি মোটা সুতো দিয়ে ফুল এবং হার্বস বেঁধে ফেলুন।
খ) এবারে সেগুলো রোদে শুকিয়ে নিন। মোটামুটি ধরুন পাঁচ-ছ’দিন রোদে ঝুলিয়ে রাখলে শুকিয়ে যাবে।
গ) হার্বস এবং ফুল শুকিয়ে গেলে হাত দিয়েই আলাদা করে ফেলুন এবং বাটিতে ঢেলে নিন।
ঘ) এবার তার সঙ্গে এলাচের দানা, শুকনো মশলা যেমন স্টার অ্যানিজ, দারচিনি ইত্যাদি মেশান এবং সবশেষে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে ভাল করে মিশিয়ে রেখে দিন। তৈরি হয়ে গেল আপনার ন্যাচারাল রুম ফ্রেশনার।
আরও পড়ুনঃ এটিএম থেকে টাকা তোলার সময় মেনে চলুন এই সতর্কতাগুলি…….