উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার অনার কিলিং-এর ঘটনা ঘটল দক্ষিণ ভারতে। ভিন্ন ধর্মের যুবতীকে বিয়ে করায় খুন হতে হল যুবককে। খুনের ঘটনায় অভিযুক্ত মৃতের শ্যালক। নৃশংস ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সারুরনগর এলাকায়। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অনেকজনকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম বিল্লাপুরাম নাগরাজু। তিনি একটি দোকানের সেলসম্যানের কাজ করতেন। সেখানেই আসরিন সুলতানা নামে এক যুবতীর সঙ্গে পরিচয় হয় তাঁর। বিয়ের কথা যুবতী তাঁর পরিবারকে জানাতেই প্রবল বাধার মুখে পড়তে হয়। পরিবারের লোকজন এই বিয়ে মেনে নিতে চাননি। যুবতীর ভাই নিজের বোনকেও শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ। পরবর্তীতে যুবতী ও যুবক দুজনেই পালিয়ে বিয়ে করেন। নিজেকে লুকিয়ে রাখতে নামও পরিবর্তন করে নিয়েছিলেন আসরিন। পরিবার যাতে তাঁদের খোঁজ না পায় তাঁর সব চেষ্টাই করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত বুধবার রাতে দুটি বাইকে চেপে দুষ্কৃতীরা এসে যুবককে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় যুবকের। শেষে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় ২ জনের মৃত্যু, আহত ১