ডালখোলা: প্রায় পাঁচ বছর আগে বিজ্ঞান বিভাগে পঠনপাঠন শুরু হলেও এখনও অনার্স চালু হয়নি ডালখোলার শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ে। তবে শুধু এই কলেজই নয়, রায়গঞ্জ কলেজ বাদে জেলার অন্যান্য কলেজে বিজ্ঞান বিভাগে অনার্স এখনও চালু হয়নি। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ুয়ারা। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে উত্তর দিনাজপুর জেলার বহু পড়ুয়াদের মালদা, কোচবিহার, জলপাইগুড়ি বা শিলিগুড়ির কলেজে ভর্তি হন। অন্যদিকে, আর্থিক সমস্যার কারণে বহু পড়ুয়া বিজ্ঞান বিভাগে অনার্স নিয়ে পড়াশোনার স্বপ্ন জলাজ্ঞলি দিয়ে বসেন।
এবিষয়ে কলেজের অধ্যক্ষ জয়ীতা বসু জানিয়েছেন, বিজ্ঞান বিভাগের অন্তত দুটি বিষয়ে অনার্স চালু হলে ভাল হয়। তবে এবিষয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কাছে এখনও আবেদন জানানো হয়নি। অন্যদিকে, পড়ুয়া সংখ্যা অনুযায়ী কলেজে আরও শিক্ষক নিয়োগ প্রয়োজন বলে দাবি তাঁর।