বালুরঘাট: ৮০ বছরের রোগীর স্যালাইন খুলে ট্রলিতে চাপিয়ে প্রখর রোদের মধ্যে হাসপাতালে নিয়ে যাচ্ছেন পরিজনরা। বালুরঘাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক্স-রে করাতে এভাবেই নিয়ে যেতে হয় ৫০০ মিটার দূরে থাকা সুপারস্পেশিলিটি হাসপাতালে। সেখানে এক্স-রে করিয়ে ফের এভাবেই ট্রলি টেনে সদর হাসপাতালে নিয়ে আসতে হয় রোগীদের। এমনই ছবি চোখে পড়ছে বালুরঘাট হাসপাতালে।
কুমারগঞ্জের নারায়ণপুর এলাকার বাসিন্দা তথা প্রাক্তন ব্যাংককর্মী যোগেন্দ্রনাথ রায় (৮০) বার্ধক্যজনিত অসুখ নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার ভর্তি হওয়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার তাঁর এক্স-রে করার পরামর্শ দেন চিকিৎসক। সেইমতো এদিন সদর হাসপাতালের তিনতলা ভবন থেকে যোগেন্দ্রবাবুকে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে এক্স-রে করাতে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন তাঁর ছেলে। কিন্তু অনেক চেষ্টার পরেও বিনামূল্যের অ্যাম্বুল্যান্সটি মেলেনি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে ট্রলিতে চাপিয়েই বৃদ্ধ বাবাকে নিয়ে সুপারস্পেশালিটি হাসপাতালের দিকে রওনা হন তিনি। স্যালাইন খুলে রাখায় এবং প্রখর রোদের মধ্যে দিয়ে ট্রলিতে চেপে যেতে যেতে আরও অসুস্থ হয়ে পড়েন যোগেন্দ্রবাবু। এতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের লোকেরা।
হাসপাতাল সুপার পার্থ মণ্ডল জানিয়েছেন, এই দুই হাসপাতালে যাতায়াতকারী রোগীদের জন্য একটি অ্যাম্বুল্যান্স রাখা হয়েছে। রোগীর পরিজনেরা চাইলে সেই অ্যাম্বুল্যান্স ব্যবহার করতে পারেন।