মালবাজার: শনিবার রাতে মাল শহর সংলগ্ন এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হয়। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর এসেছে। মাল শহর লাগোয়া ক্ষুদিরামপল্লী এলাকার বাসিন্দা রাজু নায়েকের বাড়ির চাল উড়ে গিয়েছে। রাত বারোটা এই ঘটনা ঘটে। গোটা পরিবার অন্য একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। রাজুবাবু পেশায় গাড়ীচালক। বর্তমানে কর্মহীন। এ পরিস্থিতিতে এই ঘটনায় সমস্যা আরও বাড়ল। ক্ষুদিরামপল্লীর বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, ‘ঝড়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তাদের বাড়িতে খাদ্যসামগ্রীর পরিমাণ খুবই কম। পরিবারটি কিভাবে চলবে তা বুঝে উঠতে পারছি না।’
বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীতেন রায় বলেন, রাজু নায়েকের ক্ষতির বিষয়টি জানি। আমরা প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি ব্লক স্তরে জানিয়েছি। স্থানীয়ভাবে ওই পরিবারকে সহযোগিতা করারও উদ্যোগ নেওয়া হচ্ছে।’ এদিকে শনিবার রাতে প্রবল ঝড় বৃষ্টিতে মাল শহরের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে সাময়িকভাবে বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়। মাল পুরসভার পুরপ্রধান স্বপন সাহা বলেন, ‘আমরা বড় ধরনের ক্ষতির খবর পাইনি। সব এলাকাতেই নজরদারি রাখা হয়েছে। এখন কালবৈশাখীর সময় তাই আমরা বাড়তি নজরদারি রেখেছি।’