আসানসোল: বেআইনি অস্ত্র কারখানার মামলায় বাড়ির মালিককেও গ্রেপ্তার করল পুলিশ। ধৃত দীনেশ চৌধুরি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মী। রেল শহর চিত্তরঞ্জনের ৩৬ নম্বর রোডের বাসিন্দা ওই ব্যক্তি।
আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ চিতলডাঙ্গার উপর পাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানার হদিস পায়। কারখানা থেকে উদ্ধার হয় ১২টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র, লেদ মেশিন সহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল। অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে রাজকুমার চৌধুরী , প্রবীণ কুমার, মহঃ ইকবাল নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ফাঁড়িতে ডেকে এনে বাড়ির মালিক দীনেশ চৌধুরিকে জেরা করে পুলিশ। পরে বাড়ির মালিককেও পুলিশ গ্রেপ্তার করে। ধৃত চারজনকে শুক্রবার আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।