হবিবপুর: রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে ভয়াবহ আগুনে পুড়ে গেল বাড়ি সহ সর্বস্ব। অগ্নিদগ্ধ হয়েছেন দম্পতি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচণ্ডী অঞ্চলের রাইস মিল কলোনী এলাকায়। স্থানীয় জলাশয় থেকে জল এনে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অগ্নিদগ্ধ দুই জনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও হিসেব পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রশাসন পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুলবুলচণ্ডী রাইস মিল কলোনী এলাকার বাসিন্দা সুকুমার সিংহ ও তাঁর স্ত্রী পাতু সিংহ রাতে বাড়িতেই ছিলেন। গতকাল রাতে তাঁদের বাড়িতে আগুন লাগে। দম্পতির চিৎকারে ছুটে যান এলাকার মানুষজন। দ্রুত তাঁদের উদ্ধার করে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন এলাকাবাসী। স্থানীয় মানুষজন এবং দমকল বাহিনীর যৌথ তৎপরতায় আগুন নেভানো সম্ভব হলেও পুড়ে গিয়েছে বাড়ির সর্বস্ব।