গঙ্গারামপুর: পারিবারিক বিবাদের জেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতের নাম লতিফা কোল(৩২)। বাড়ি গঙ্গারামপুর (Gangarampur) থানার খাটিয়াবান্দা এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পারিবারিক বিবাদ হয়। বিকালে স্বামী বাড়িতে না থাকায় সকালের অলক্ষ্যে বিষ খেয়ে আত্মঘাতী হবার চেষ্টা করেন লতিফা। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন তাঁর মৃত্যু হয়। গঙ্গারামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।