রায়গঞ্জ: এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হেমতাবাদ থানার বামইর এলাকায়। মৃত বধূর নাম বিউটি বর্মন। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দেহটি উদ্ধার করেছে হেমতাবাদ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই বিষয়টি স্পষ্ট হবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।