তপন: তড়িদাহত হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বন্দনা সরকার(৪২)। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে তপন (Tapan) থানার বাঘইট এলাকায়। জানা গিয়েছে, বন্দনা সরকারের স্বামী চিত্ত সরকার পেশায় একজন সবজী ব্যবসায়ী। প্রতিদিনের মত এদিন বিকেলে বন্দনা দেবী সবজী বিক্রির কম্পিউটার চালিত ওজন যন্ত্র চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। কিন্তু সে সময় কেউ বাড়িতে ছিলেন না। বেশ কিছু সময় পর পরিবারের লোকজনের বিষয়টি নজরে আসে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: South Dinajpur News | দুই প্রান্তিক কৃষককে ভর্তুকিতে পাওয়ার টিলার বিতরণ