রায়গঞ্জ: পণের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতের ঘাগড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম রাহানু বানু। হেমতাবাদ থানায় মেয়েকে খুনের লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতার বাবা তাজিমুল ইসলাম। তদন্তে নেমে অভিযুক্ত স্বামী মোস্তাফিজুল রহমান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে হেমতাবাদ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে কালিয়াগঞ্জের অনন্তপুর এলাকার বাসিন্দা তাজিমুল ইসলামের মেয়ে রাহানু বানুর সঙ্গে ঘাগড়ার বাসিন্দা মোস্তাফিজুলের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের টাকার দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রাহানুকে মারধর করত। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে শ্বাসরোধ করে খুন করে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। গতকাল রাতে গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় হেমতাবাদ থানার পুলিশ। মৃতার বাবা থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে রাতেই স্বামী মোস্তাফিজুল রহমান, শাশুড়ি মেহেবুবা খাতুন ও দেওর মোমেরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাদের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। মৃতার বাবা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। হেমতাবাদ থানার আইসি জয়ন্ত দত্ত জানান, স্বামী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।