হরিশ্চন্দ্রপুর: গৃহবধূর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর(Harischandrapur) থানার কালিতলা মোবারকপুর গ্রামে। মৃত গৃহবধূর নাম যমুনা মালো (২৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয় কালীতলা মোবারকপুর গ্রামের হীরু মালোর সঙ্গে। মেয়ের পরিবারের অভিযোগ, শ্বশুর ভূপাল মালো এবং শাশুড়ি মালতি মালো যমুনাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। রবিবার সকালে হীরু বাজার গিয়েছিলেন, সেই সময় ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি। ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বধূর পরিবার। শ্বশুর ও শাশুড়ি পলাতক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা।
আরও পড়ুনঃ নার্সিং পড়তে গিয়ে খুন! গঙ্গারামপুরের মেধাবী যুবকের মৃত্যুতে রহস্য